হবিগঞ্জ জেলা কারাগারের ইতিহাস
হাওড় বনভূমি ঘেরা নৈসর্গিক পরিবেশে সমতল ভূমির উপর ১৯৩৬ সালে বৃটিশ সরকার এই কারাগার স্থাপন করেন। মূলত ৩ একর ভূমির উপর জেলা শহরের প্রাণ কেন্দ্রে উপ-কারাগারটি স্থাপিত হয়। তখন বন্দি ধারণ ক্ষমতা ছিল মাত্র ৫০ জন। কালের বিবর্তনে ও সময়ের প্রয়োজনে ১৯৮৮ সালে উক্ত কারাগারটি জেলা কারাগারে উন্নীত করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন অর্থ মন্ত্রী প্রয়াত শাহ এ. এস. এম কিবরিয়া ১৯৯৯ সালে ০৪ আগস্ট নব নির্মিত এই কারাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। যা নির্মাণ শেষে ২১ অক্টোবর, ২০০৪ সালে তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী জনাব এম. সাইফুর রহমান কর্তৃক উদ্ধোধন করা হয় তখন থেকেই নতুন হবিগঞ্জ জেলা কারাগারের কার্যক্রম শুরু হয়।
কারাগারের ভূমির পরিমান-
৫নং গোপায়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত ধলিয়াখালস্থ নূরপুর উত্তর জে.এল নং-৬৫ মৌজায় হবিগঞ্জ জেলা কারাগারের অবস্থান।
পেরিমিটার ওয়ালের ভিতরে- ৭.৭৫ একর।
পেরিমিটার ওয়ালের বাইরে- ৭.২৫ একর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস